হাদির মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা, জানা গেল সর্বশেষ অবস্থা 

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চাওয়া হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পক্ষ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে দেয়। তবে ইনকিলাব মঞ্চ এক বিবৃতিতে জানিয়েছে, ওসমান হাদির মৃত্যুর খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিবৃতিতে বলা হয়, ওসমান হাদি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি জীবিত আছেন। এ সময় গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন। বুধবার প্রধান উপদেষ্টার দপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার হাসপাতালে গিয়ে শরিফ ওসমান হাদির চিকিৎসার খোঁজখবর নেন। পরে রাত ৯টা ৪০ মিনিটে

হাদির মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা, জানা গেল সর্বশেষ অবস্থা 

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চাওয়া হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পক্ষ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে দেয়। তবে ইনকিলাব মঞ্চ এক বিবৃতিতে জানিয়েছে, ওসমান হাদির মৃত্যুর খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বিবৃতিতে বলা হয়, ওসমান হাদি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি জীবিত আছেন। এ সময় গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন। বুধবার প্রধান উপদেষ্টার দপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার হাসপাতালে গিয়ে শরিফ ওসমান হাদির চিকিৎসার খোঁজখবর নেন। পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

ফোনালাপে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান জানান, শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow