হাদির সিটিস্ক্যানের সর্বশেষ তথ্য দিলেন চিকিৎসক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন ছিল। বর্তমানে নিউরোসার্জারি বিভাগে তার জরুরি অস্ত্রোপচার চলছে। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমকে জানান, হাদিকে হাসপাতালে আনার পর তার অবস্থা ছিল খুবই খারাপ। তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার পর রক্তচাপ কিছুটা স্থিতিশীল হয়। ডা. মোস্তাক জানান, হাদির মাথার সিটিস্ক্যান করলে দেখা যায়— তার কানের পাশ ঘেঁষে মাথার ভেতরে গুলি রয়েছে। পরিস্থিতির গুরুতরতার কারণে তাকে দ্রুত নিউরোসার্জারি অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং বর্তমানে সেখানে তার অস্ত্রোপচার চলছে। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বিকেল পৌনে ৩টার দিকে তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। চিকিৎসকদের কাছে তাকে নেওয়ার সময় তার বাম কানের পাশে এক রাউন্ড গুলির আঘাত লক্ষ্য করা যায়। ঘটনার

হাদির সিটিস্ক্যানের সর্বশেষ তথ্য দিলেন চিকিৎসক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন ছিল। বর্তমানে নিউরোসার্জারি বিভাগে তার জরুরি অস্ত্রোপচার চলছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমকে জানান, হাদিকে হাসপাতালে আনার পর তার অবস্থা ছিল খুবই খারাপ। তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার পর রক্তচাপ কিছুটা স্থিতিশীল হয়।

ডা. মোস্তাক জানান, হাদির মাথার সিটিস্ক্যান করলে দেখা যায়— তার কানের পাশ ঘেঁষে মাথার ভেতরে গুলি রয়েছে। পরিস্থিতির গুরুতরতার কারণে তাকে দ্রুত নিউরোসার্জারি অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং বর্তমানে সেখানে তার অস্ত্রোপচার চলছে।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বিকেল পৌনে ৩টার দিকে তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। চিকিৎসকদের কাছে তাকে নেওয়ার সময় তার বাম কানের পাশে এক রাউন্ড গুলির আঘাত লক্ষ্য করা যায়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। নির্বাচনী প্রচারকালে একজন প্রার্থীকে লক্ষ্য করে এমন হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow