প্রথমবারের মতো ঢাকায় এসে আলোচনার ঝড় তুলেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ঢাকায় পা রেখেই তিনি খেলেন নাগা মরিচ দিয়ে ফুচকা। ঘুরে দেখলেন বাংলাদেশের ব্যস্তবহুল রাজধানী। শনিবার এক জমকালো অনুষ্ঠানে হাজির হয়ে তিনি হয়ে উঠেছিলেন সবার নজরের কেন্দ্রবিন্দু। ভালোবাসায় সিক্ত হন ভক্ত-অনুরাগীদের।
হানিয়ার বাংলাদেশ সফর নিয়েও একের পর এক প্রতিবেদন করে যাচ্ছেন পাপারাজ্জিরা। এমন আবহে হতাশার কথা জানালেন দেশের শোবিজ অঙ্গনের অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী বারিশা হক।
বাংলাদেশে হানিয়া আমিরকে দেওয়া অভ্যর্থনা-সম্মান-ভালোবাসা দেখে হতাশার কথা ব্যক্ত করলেন তিনি।
রোববার (২১ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ হতাশার কথা জানান।
বারিশা হক লেখেন, ‘আমি পাকিস্তানের নাটক দেখি না, অভিনেত্রীদের চিনি না। ইনভাইটেশনও পাই নাই। ভালো লাগল এত সম্মান ও ভালোবাসা পাকিস্তানি শিল্পী পেয়েছে। আমাদের দেশের শিল্পীরা দর্শকদের কাছে কতটা অবহেলিত।’
বারিশা হক, একাধারে একজন উপস্থাপিকা, নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। ২০০৮ সালে বিটিভিতে কুইজ শো এবং বিতর্কে অংশ নেন বারিশা। বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্যে দীক্ষা নেন। এভাবেই শুরু হয় বারিশার পথ চলা। অল্প দিনের পথচলায় নৃত্য ও উপস্থাপনার পাশাপাশি বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে মডেলিং কিংবা অভিনয়ের চেয়ে ব্র্যান্ড প্রমোশনেই বেশি ব্যস্ত থাকেন বারিশা হক।