হানিয়ার সঙ্গে যেভাবে দেখা করতে পারবেন ভক্তরা

4 hours ago 6
প্রথমবারের মতো ঢাকায় পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। টিভি পর্দা থেকে বড় পর্দা, সবখানেই আলো ছড়ানো এ তারকা এবার হাজির হয়েছেন বাংলাদেশে। গত বৃহস্পতিবার রাতে কড়া নিরাপত্তায় ঢাকায় অবতরণ করেন তিনি। মূলত সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসেন হানিয়া। এরপর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে ঢাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তানি এ তারকা।  জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিলাসবহুল হোটেল শেরাটনে বিশেষ এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া। তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের ভক্তদের ভালোবাসা এ সফরকে তার জন্য স্মরণীয় করে তুলবে। ভক্তরা কীভাবে হানিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন, তা আগেই জানিয়েছে আয়োজক সানসিল্ক। প্রতিষ্ঠানটি জানায় ‘গেট রেডি উইথ মি’ একটি ভিডিও বানিয়েই দেখা পাওয়া যাবে হানিয়া আমিরের সঙ্গে। অংশগ্রহণের নিয়মও তুলে ধরা হয়েছে একটি ভিডিওতে। এতে বলা হয়েছে, তিনটি ধাপে ভিডিও তৈরি করতে হবে। প্রথমে আপনার সেরা কালো পোশাকটি বেছে নিন। এরপর সানসিল্ক ব্ল্যাক শাইন ব্যবহার করে চুলে আনুন উজ্জ্বল ঝলক, সঙ্গে মানানসই গহনা, ব্যাগ ও জুতা নির্বাচন করুন। সর্বশেষ এই সাজে একটি সুন্দর ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করুন। এই সহজ তিন ধাপ মেনে প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নিতে পারেন হানিয়া আমিরের সঙ্গে সাক্ষাতের সুযোগ। এছাড়া আগামী ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজনে এক্সক্লুসিভ ফটোশুটেও অংশ নেবেন হানিয়া আমির। এরপর তিনি ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে।
Read Entire Article