হাবিপ্রবির দুই হলের নাম পরিবর্তন করলেন শিক্ষার্থীরা

4 hours ago 8

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শেখ রাসেল হলের নামফলক খুলে ফেলেছেন শিক্ষার্থীরা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ‘বিজয় ২৪’ এবং শেখ রাসেল হলে ‘নূর হোসেন হল’ সম্বলিত ব্যানার লাগিয়ে দেন তারা। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১০টায় একদল শিক্ষার্থী হল দুটির নাম পরিবর্তন করে নতুন নামের ব্যানার লাগিয়ে দেন।

এর আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আরেক আবাসিক হল শেখ রাসেল হলের দুটি ভবনের নামফলক তুলে ফেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে এ হলের দুটি ভবনেও নূর হোসেন হল নামবিশিষ্ট ব্যানার লাগিয়ে দেন তারা। 

এ সময় উপস্থিত শাহরিয়ার জিহাদ নামে এক শিক্ষার্থী বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। যদি পুনরায় কেউ স্বৈরাচার হিসেবে মাথাচাড়া দিয়ে উঠে তাহলে তার পরিণতি শেখ হাসিনার মতো হবে। আমাদের এ বিজয় ২৪ হলের চেতনা হবে শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ এবং জুলাই আন্দোলনের অন্যান্য শহীদের চেতনা।

Read Entire Article