হাবিবের ‘ইনসাফ’: মন গলে প্রেম ঝরে পড়া গান

2 months ago 9

তোমার খেয়ালে মরি, তোমার বেখয়ালে বাঁচি, তোমার আদর মেখে, তোমার শাসনে ডুবি। এক জীবনে বুকের গহীনে, হাতটা রাখো একার, এই পৃথিবীর বিপরীতে, চাই তোমাকে বারবার। কথাগুলো গানের সুরে পর্দায় বলছিলেন শরিফুল রাজ, তাতে চুপ থেকেও কী দারুণ মৌনতায় ডুবে আছেন প্রেমিকা তাসনিয়া ফারিণ। রবিবার (১ জুন) সন্ধ্যার পর প্রকাশ হওয়া ‘ইনসাফ’ সিনেমার এই গানটি শুনলে, দেখলে এবং চোখবুজে ভাবলে; মনে হবে রাজ-ফারিণের মন গলে... বিস্তারিত

Read Entire Article