হামজাকে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি দিলো ফিফা

3 weeks ago 18

সব অপেক্ষার অবসান ঘটিয়ে সুখবর দিয়েছে ফিফা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী খেলতে পারবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। বৃহস্পতিবার ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি হামজার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে।

অনেক দিন ধরেই হামজার বিষয়টি ঝুলে ছিল ফিফায়। বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার ইংল্যান্ড যুব দলের হয়ে ম্যাচ খেলার কারণেই তৈরি হয়েছিল জটিলতা। শেষ পর্যন্ত ফিফার অনুমতি মেলায় লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে হামজা চৌধুরীর।

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বছরে এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু করবে বাংলাদেশ। ওই ম্যাচ দিয়েই বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হতে পারে হামজার।

আরআই/এমএমআর/এএসএম

Read Entire Article