বেরজন টুডুর বাড়িটিও ভেঙে ফেলা হয়েছে। তার পাশের বাড়িটি ছিল মাটির দেয়ালের। সেই দেয়াল ভেঙে তছনছ করা হয়েছে। ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসপত্র। হাঁড়ির ভাত ফেলে পালিয়েছেন বাড়ির লোকজন। এই কয়েক দিনে সে ভাত পঁচে গেছে। বারান্দার দড়িতেও ঝুলছে কাপড়চোপড়।
বিএনপি কর্মী বাবলুর সশস্ত্র হামলায় রাজশাহীর পবা উপজেলার বাগসারা গ্রামের বারনই নদী তীরের সাঁওতাল পাড়ার এমন অবস্থা। গত বুধবার দুই দফা হামলার পরে এখানকার... বিস্তারিত