হার দিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা

২৩ বছরের ক্যারিয়ারে সম্ভাব্য সকল বেল্ট নিজের করে নিয়েছেন জন সিনা। নিজের বিদায়ী ম্যাচটা অবশ্য রাঙাতে পারলেন না তিনি। ‘সাটারডে নাইট মাইন ইভেন্ট’ পে-পার ভিউতে সিনাকে হারান গুন্থার। ম্যাচ হারলেও দর্শকরা সিনাকে সম্মান জানিয়েছে। এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো সিনার রেসলিং ক্যারিয়ার।    ৮৫৭১ দিনের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে জন সিনা রেকর্ড ১৭টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তিনি ‘ইউ ক্যান্ট সি মি’ ক্যাচফ্রেজটিকে জনপ্রিয় করেছেন। তবে রিংয়ের বাইরেও তার প্রভাব অনেক বেশি। ২০০২ সালে ডব্লিউডব্লিউইতে আত্মপ্রকাশ করেন ৪৮ বছর বয়সী সিনা। তার ক্যারিশমা ও কাজের প্রতি নিষ্ঠা বিশ্বজুড়ে ডব্লিউডব্লিউইয়ের জনপ্রিয়তা বাড়িয়েছে। এই সুপারস্টার একদিকে যেমন অসংখ্য বিশ্ব শিরোপার মালিক, তেমনি রিংয়ের বাইরে সফল অভিনেতা ও মানবিক কর্মকাণ্ডের জন্যও সমানভাবে পরিচিত।  সিনা গত বছর ঘোষণা করেন, ২০২৫ সাল হবে সক্রিয় প্রতিযোগিতায় তার শেষ বছর। কুস্তির কারণে তার শরীরে খুব ধকল পড়েছে। তাকে একাধিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভক্তদের অনুপ্রেরণা জোগানো জন সিনা কেবল একজন রেসলার নন, তিনি একটি আইকন

হার দিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা

২৩ বছরের ক্যারিয়ারে সম্ভাব্য সকল বেল্ট নিজের করে নিয়েছেন জন সিনা। নিজের বিদায়ী ম্যাচটা অবশ্য রাঙাতে পারলেন না তিনি। ‘সাটারডে নাইট মাইন ইভেন্ট’ পে-পার ভিউতে সিনাকে হারান গুন্থার। ম্যাচ হারলেও দর্শকরা সিনাকে সম্মান জানিয়েছে। এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো সিনার রেসলিং ক্যারিয়ার।   

৮৫৭১ দিনের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে জন সিনা রেকর্ড ১৭টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তিনি ‘ইউ ক্যান্ট সি মি’ ক্যাচফ্রেজটিকে জনপ্রিয় করেছেন। তবে রিংয়ের বাইরেও তার প্রভাব অনেক বেশি।

২০০২ সালে ডব্লিউডব্লিউইতে আত্মপ্রকাশ করেন ৪৮ বছর বয়সী সিনা। তার ক্যারিশমা ও কাজের প্রতি নিষ্ঠা বিশ্বজুড়ে ডব্লিউডব্লিউইয়ের জনপ্রিয়তা বাড়িয়েছে। এই সুপারস্টার একদিকে যেমন অসংখ্য বিশ্ব শিরোপার মালিক, তেমনি রিংয়ের বাইরে সফল অভিনেতা ও মানবিক কর্মকাণ্ডের জন্যও সমানভাবে পরিচিত। 

সিনা গত বছর ঘোষণা করেন, ২০২৫ সাল হবে সক্রিয় প্রতিযোগিতায় তার শেষ বছর। কুস্তির কারণে তার শরীরে খুব ধকল পড়েছে। তাকে একাধিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভক্তদের অনুপ্রেরণা জোগানো জন সিনা কেবল একজন রেসলার নন, তিনি একটি আইকন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow