হারপুন লিক্যুইডের সচেতনতামূলক ক্যাম্পেইন 

5 hours ago 5
বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে মানুষকে স্বাস্থ্যসম্মতভাবে টয়লেট ব্যবহারে সচেতন করতে ‘হাইজিন ফর অল, পাওয়ার ফর হার’ ক্যাম্পেইন করছে কাজী এন্টারপ্রাইজ লিমিটেডের টয়লেট ক্লিনার ব্র্যান্ড হারপুন। তারা রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে এ সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে। প্রতিটি মানুষেরই চলতি পথে জরুরি ভিত্তিতে টয়লেটের প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর টয়লেটের কারণে নানা দুর্ভোগের সম্মুখীন হতে হয়। এছাড়াও দেশের বেশিরভাগ স্কুলে ছেলে-মেয়েদের জন্য আলাদা স্বাস্থ্যসম্মত টয়লেটের সুবিধা নেই। ফলে অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহারে আমাদের কোমলমতি শিশুরা নানা অসুখে আক্রান্ত হচ্ছে। দেশে শতভাগ স্যানিটেশন নিশ্চিত হলেও শতভাগ হাইজেনিক স্যানিটেশন নিশ্চিত হয়নি। এ সমস্যা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছে হারপুন টয়লেট ক্লিনার। স্বাস্থ্যসম্মত টয়লেটের গুরুত্ব, হাইজেনিক উপায়ে টয়লেট ব্যবহার এবং টয়লেট হাইজিন রাখা নিয়ে মানুষকে সচেতন করতে ‘হাইজিন ফর অল, পাওয়ার ফর হার’ ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পাশাপাশি হারপুনের পক্ষ থেকে রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি ,উত্তরা, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে সরাসরি স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে অবহিত করছে। আমাদের এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হচ্ছে, মানুষকে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা এবং সবসময় টয়লেট ব্যবহারের উপযোগী করে রাখার সঠিক উপায় সম্পর্কে জানানো। বিশেষ করে নারীদের জন্য প্রোপার এবং হাইজেনিক স্যানিটেশন যে কতটা গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে সবাইকে আলোকিত করাই এই ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য। ‘হাইজিন ফর অল, পাওয়ার ফর হার’ ক্যাম্পেইন সম্পর্কে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের চেয়ারম্যান কাজী নাজমুল আবেদীন বলেন, ‘দেশে বর্তমানে অধিকাংশ মানুষ টয়লেট ব্যবহার করছে, কিন্তু ব্যবহার উপযোগী টয়লেটের সংখ্যা অর্ধেকেরও কম। এছাড়া টয়লেটের পরিচ্ছন্নতা সম্পর্কে মানুষের সচেতনতা আরও কম। শহর থেকে গ্রাম বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য পরিচ্ছন্ন  টয়লেট সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে হারপুন টয়লেট ক্লিনার।’ এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির  চিফ এক্সিকিউটিভ অফিসার রফিকুল আমীন বলেন, ‘ক্লিন এবং হাইজেনিক টয়লেট সুবিধা নিশ্চিত করা নিয়ে অনেক চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে ঘরের বাইরে হাইজেনিক টয়লেটের অভাবে নারীদের অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আমরা সে চ্যালেঞ্জগুলো সমাধানে নিজেদের জায়গা থেকে নানা ধরনের উদ্যোগ নিয়ে সর্বত্র কাজ করে যাচ্ছি। আমরা মানুষকে বোঝাতে চাই যে, শুধু টয়লেট ব্যবহার করলেই হবে না, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে।’  কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের হারপুন টয়লেট ক্লিনার ব্র্যান্ড বাংলাদেশে পরিষ্কার ও জীবাণুমুক্ত টয়লেট ব্যবহারের সচেতনতায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সামাজিক দায়বদ্ধতা থেকে হারপুন বর্তমানে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের জন্য হাইজেনিক টয়লেট সুবিধা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। আসুন পরিচ্ছন্ন টয়লেট ব্যবহারে আমরা সচেতন হই এবং নারী ও শিশুদের জন্য নিশ্চিত করি স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা। 
Read Entire Article