হারিসের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের লড়াকু সংগ্রহ

3 hours ago 3
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে আলো ছড়ালেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ হারিস। ক্যারিয়ারের প্রথম হাফ–সেঞ্চুরিতে ভর করে এশিয়া কাপের চতুর্থ ম্যাচে ওমানের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান তোলে পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ইনিংসের দ্বিতীয় বলেই গোল্ডেন ডাক মেরে ফেরেন ওপেনার সাইম আইয়ুব। তবে বিপর্যয় সামলাতে নামেন হারিস। তার সঙ্গে যোগ দেন সাহিবজাদা ফারহান। দুজনের জুটি দলকে ম্যাচে ফেরায়। দ্বিতীয় উইকেটে গড়ে তোলেন ৮৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। ১১তম ওভারের শেষ বলে আমির কালিমের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন ফারহান। রানআউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে রান-এ-বল ২৯ (১ চার)। একই বোলারের পরের ওভারেই আসে পাকিস্তান শিবিরে বড় ধাক্কা। শূন্য রানে ফেরেন অধিনায়ক সালমান আলি আগা। এরপর বিদায় নেন ইনিংসের সেরা হারিসও। ৪৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। মাঝে হানিফ নওয়াজ ১৫ বলে ৯ রান করে ফেরেন। তবে ফখর জামান কিছুটা দৃঢ়তা দেখান। ১৬ বলে অপরাজিত ২৩ রান (২ চার) তুলে দলের সংগ্রহ বাড়ান। শেষদিকে মোহাম্মদ নওয়াজ খেলেন ঝড়ো ক্যামিও—১০ বলে ১৯ রান। অবশেষে নির্ধারিত ২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৬০/৭। ওমানের বোলারদের মধ্যে আমির কালিম ও ফয়সাল নেন তিনটি করে উইকেট। একটি উইকেট দখল করেন মোহাম্মদ নাদিম।
Read Entire Article