হারে ডেভিস কাপ শুরু বাংলাদেশের

1 month ago 31
হার দিয়ে ডেভিস কাপ টেনিস প্রতিযোগিতা শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বাহরাইনের কাছে হেরেছে লাল-সবুজরা। এককের প্রথম ম্যাচে বাংলাদেশের হানিফ মুন্না ১-৬, ১-৬ গেমে বাহরাইনের আবদুল জলিল ইলিয়াসের কাছে হেরেছেন। এককের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জারিফ আবরার কিছুটা লড়াই করেছেন বটে, হার অবশ্য এড়াতে পারেননি। বাহরাইনের কুয়াদ ইউসুফের বিপক্ষে ২-৬, ৭-৬, ১-৬ গেমে পরাজিত হন তিনি। দ্বৈতের খেলায় বাংলাদেশের হয়ে জুটি গড়েছিলেন মোহাম্মদ রুস্তম আলী ও জারিফ আবরার। স্বাগতিক বাহরাইনের আবদুল জলিল ইলিয়াস ও আবদুল নবি হাসান জুটির কাছে ৩-৬, ১-৬ গেমে পরাজিত হয় বাংলাদেশ। দুটি এককের পর দ্বৈতর লড়াইয়ে হারের কারণে বাংলাদেশ দল ০-৩ ম্যাচে বাহরাইনের কাছে পরাজিত হয়। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) সূচিভুক্ত এ আসর আয়োজন করছে বাহরাইন টেনিস ফেডারেশন। এশিয়া-ওশেনিয়া গ্রুপ-৫-এর প্রতিযোগিতার ‘ডি’ গ্রুপে আছে বাংলাদেশ। স্বাগতিক বাহরাইন ছাড়াও গ্রুপে প্রতিপক্ষ হিসেবে আছে ইয়েমেন ও তাজিকিস্তান।
Read Entire Article