নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাত্তাই পায়নি পাকিন্তান। ওই ৭৩ রানে হারের পর জরিমানাও গুনতে হলো বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের। স্লো ওভার রেটের কারণে পাকিস্তান একাদশের সব ক্রিকেটারকে ম্যাচ ফি'র ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গতকাল মঙ্গলবার পাকিস্তানকে এ জরিমানা করে আইসিসি। নির্ধারিত সময়ে ২ ওভার কম বোলিং করায় এ শাস্তি দেওয়া হয়। আইসিসির এলিট ম্যাচ রেফারিদের প্যানেলের সদস্য জেফ ক্রো এই শাস্তি আরোপ করেন।
আইসিসির খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২ অনুচ্ছেদ অনুযায়ী, ন্যূনতম ওভার-রেট অপরাধের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ওভার না করলে প্রতিটি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হয়।
যেহেতু পাকিস্তান নির্ধারিত ওভার থেকে দুই ওভার কম বল করেছে, তাই পুরো দলের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এই অপরাধের দায় স্বীকার করে নেওয়ায় এবং প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
গেল শনিবর নেপিয়ারে ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৪৪ রানের বিশাল সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। জবাবে পাকিস্তান ভালো সূচনা করেছিল এবং ৩৯ ওভারে ২৪৯-৩ স্কোরে পৌঁছে গিয়েছিল। তবে ভালো অবস্থান কাজে লাগাতে ব্যর্থ হয় পাকিস্তান। দ্রুত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৭১ রানে অলআউট হয়।
এমএইচ/এএসএম