হার্ডলসে ৩২ বছর আগের রেকর্ড ভাঙলেন রনি

1 month ago 28

৪০০ মিটার হার্ডলসে ৩২ বছর আগের রেকর্ড ভাঙলেন বাংলাদেশ সেনাবাহিনীর নাজিমুল হোসেন রনি। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে চলমান জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে এই কীর্তি গড়েছেন তিনি।

নতুন রেকর্ড গড়তে রনি সময় নিয়েছেন ৫০.৮৪ সেকেন্ড। আগের রেকর্ড ছিল আবদুল রহিম নঈমের ১৯৯৩ সালে। তার টাইমিং ছিল ৫১.৮৭। এ ইভেন্টে রৌপ্য জেতা একই প্রতিষ্ঠানের মাসুদ রানা সময় নিয়েছেন ৫৩.০৬ সেকেন্ড। ৫৩.২৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ বিমান বাহিনীর রবিউল ইসলাম।

মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা খাতুন। তিনি সময় নিয়েছেন ১ মিনিট ০৪.৬১ সেকেন্ড। রৌপ্য জেতা একই দলের অনন্যা বিশ্বাস সময় নিয়েছেন ১ মিনিট ০৫.২০ সেকেন্ড। বাংলাদেশ নৌবাহিনীর বিবি আসমা পেয়েছেন ব্রোঞ্জ পদক। তিনি সময় নিয়েছেন ১ মিনিট ০৭.২৩ সেকেন্ড।

রেকর্ড করার পর রনি খুবই উচ্ছ্বসিত, ‘এবার আগে থেকেই চেয়েছিলাম রেকর্ড করব। ইনশাআল্লাহ সেটা করতে পেরেছি। সেজন্য খুবই খুশি। এখন যে ছন্দে আছি, আশা করি আন্তর্জাতিক পর্যায়ে মেডেল জিততে পারব।’

একবার এশিয়ান অ্যাথলেটিকসে যাওয়ার কথা ছিল। ইনজুরির কারণে যেতে পারেননি মাগুরার এই অ্যাথলেট। ইনজুরি নিয়ে রেকর্ড করে বললেন, ‘আমার পায়ে ব্যাথা ছিল। নি-ক্যাপ পরে দৌড়েছি। এটা পরেই ১৫ দিন ধরে অনুশীলন করেছি। পেইনকিলার খেয়েছি। অনুশীলন এভাবেই করেছি, মনোবল হাই করেছি। আর সেখান থেকেই আত্মবিশ্বাস পাওয়া।’

মেয়েদের বিভাগে রেকর্ড গড়া বর্ষা বলেন, ‘আমি জেলা পর্যায়ে খেলেছি। এরপর বিজেএমসির কোচ আমির আলীর স্যার আমার খেলা দেখেন। সেখান থেকে উনি আমাকে চট্টগ্রাম বিজেএমসিতে নিয়ে যান। সেখানে আমি দুই বছর অনুশীলন করি। ভালো রেজাল্ট করায় বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে নেয় আমাকে। এরপর তো এখানেই ১২ বছর ধরে আছি।’

আরআই/আইএইচএস/

Read Entire Article