হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য, রোগীরা ভোগান্তিতে

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের উৎপাত বেড়ে যাওয়ায় রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সোমবার সকালে চিকিৎসা সেবা নিতে আসা অনেক রোগীকেই নানা ঝামেলার সম্মুখীন হতে হয়েছে। সালমা বেগম নামের একজন রোগী অভিযোগ করেন, তিনি বিনামূল্যে চিকিৎসা নিতে এসেছিলেন, কিন্তু দালালরা তাকে অন্য ক্লিনিকে যাওয়ার জন্য চাপ দিচ্ছিল। এতে তিনি মানসিকভাবে ভীত ও বিরক্ত হয়ে পড়েন।স্থানীয়দের অভিযোগ, দালালরা হাসপাতালের প্রবেশদ্বারে অবস্থান করে রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানোর চেষ্টা করে। এর ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা দরিদ্র ও সাধারণ মানুষ সুষ্ঠু চিকিৎসা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। সচেতন মহল মনে করছেন, দালালদের এই কার্যক্রম বন্ধ করতে কঠোর আইন প্রয়োগ ও নিয়মিত নজরদারি জরুরি। একইসঙ্গে রোগীদের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন, যাতে তারা দালালদের প্রলোভনে না পড়েন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত জানান, দালাল দমনে তারা নিয়মিত অভিযান চালাচ্ছেন। তবে পুরোপুরি নিয়ন্ত্রণ করা কিছুটা কঠিন। জনগণকে স্বচ্ছন্দে সেবা দিতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য, রোগীরা ভোগান্তিতে

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের উৎপাত বেড়ে যাওয়ায় রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সোমবার সকালে চিকিৎসা সেবা নিতে আসা অনেক রোগীকেই নানা ঝামেলার সম্মুখীন হতে হয়েছে।

সালমা বেগম নামের একজন রোগী অভিযোগ করেন, তিনি বিনামূল্যে চিকিৎসা নিতে এসেছিলেন, কিন্তু দালালরা তাকে অন্য ক্লিনিকে যাওয়ার জন্য চাপ দিচ্ছিল। এতে তিনি মানসিকভাবে ভীত ও বিরক্ত হয়ে পড়েন।

স্থানীয়দের অভিযোগ, দালালরা হাসপাতালের প্রবেশদ্বারে অবস্থান করে রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানোর চেষ্টা করে। এর ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা দরিদ্র ও সাধারণ মানুষ সুষ্ঠু চিকিৎসা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। সচেতন মহল মনে করছেন, দালালদের এই কার্যক্রম বন্ধ করতে কঠোর আইন প্রয়োগ ও নিয়মিত নজরদারি জরুরি। একইসঙ্গে রোগীদের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন, যাতে তারা দালালদের প্রলোভনে না পড়েন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত জানান, দালাল দমনে তারা নিয়মিত অভিযান চালাচ্ছেন। তবে পুরোপুরি নিয়ন্ত্রণ করা কিছুটা কঠিন। জনগণকে স্বচ্ছন্দে সেবা দিতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow