হালুয়াঘাটে গভীর রাতে ছিন্নমূল মানুষের মাঝে ইউএনওর কম্বল বিতরণ
সারা দেশে গত কয়েক দিন ধরে বইছে শৈত্য প্রবাহ। কনকনে শীত আর ঘনকুয়াশায় জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। রাত নামলেই শীতের তীব্রতা আরো বেড়ে যায়। এতে ফুটপাতে রাত কাটানো ভাসমান ছিন্নমূল মানসিক ভারসাম্যহীন মানুষদের জীবন আরো দুর্বিষহ হয়ে পড়েছে। মঙ্গলবার রাতে সমাজের এসব অবহেলিত লোকজনদের কথা ভেবে প্রচণ্ড শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে গভীর রাতে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কম্বল নিয়ে ছিন্নমূল মানুষদের গায়ে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীনূর খান। কম্বল দেওয়ার সময় এসব লোকজনদের কাউকে বাবা, কাউকে মা, বলে সম্বোধন করে ভালবাসার পরশে নিজের হাতে কম্বল তোলে দিচ্ছেন তিনি। এমন মানবিক কাজে শীতার্তরা ইউএনওর জন্য দোয়া করেন। এই বৈরী আবহাওয়ার মধ্যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশংসায় ভাসছেন ইউএনও আলীনূর খান। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণ করা হচ্ছে। কম্বলবিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার,উপজেলা আইসিটি কর্মকর্তা আশিকুল ইসলাম প্রমুখ।
সারা দেশে গত কয়েক দিন ধরে বইছে শৈত্য প্রবাহ। কনকনে শীত আর ঘনকুয়াশায় জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। রাত নামলেই শীতের তীব্রতা আরো বেড়ে যায়। এতে ফুটপাতে রাত কাটানো ভাসমান ছিন্নমূল মানসিক ভারসাম্যহীন মানুষদের জীবন আরো দুর্বিষহ হয়ে পড়েছে।
মঙ্গলবার রাতে সমাজের এসব অবহেলিত লোকজনদের কথা ভেবে প্রচণ্ড শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে গভীর রাতে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কম্বল নিয়ে ছিন্নমূল মানুষদের গায়ে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীনূর খান।
কম্বল দেওয়ার সময় এসব লোকজনদের কাউকে বাবা, কাউকে মা, বলে সম্বোধন করে ভালবাসার পরশে নিজের হাতে কম্বল তোলে দিচ্ছেন তিনি। এমন মানবিক কাজে শীতার্তরা ইউএনওর জন্য দোয়া করেন। এই বৈরী আবহাওয়ার মধ্যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশংসায় ভাসছেন ইউএনও আলীনূর খান।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণ করা হচ্ছে। কম্বলবিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার,উপজেলা আইসিটি কর্মকর্তা আশিকুল ইসলাম প্রমুখ।
What's Your Reaction?