হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে চলছে মশা নিধন অভিযান

ময়মনসিংহের হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে লার্ভিসাইড স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। হালুয়াঘাট পৌরসভার উদ্যোগে মশার প্রজনন স্থলগুলো চিহ্নিত করে এই কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে স্প্রে করার মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত। স্থানীয় ব্যবসায়ী দিলীপ দাস বলেন, বাজার এলাকায় মশার উপদ্রব এত বেড়ে গিয়েছিল যে দোকানে বসা কঠিন হয়ে পড়েছিল। এখন পৌরসভার লার্ভিসাইড স্প্রে করা হচ্ছে। এ অভিযান আরও বাড়ানো উচিত।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে ডা.প্রাণেশ চন্দ্র পন্ডিত বলেন, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করাই ডেঙ্গু প্রতিরোধের মূল উপায়।ডেঙ্গুরোগ থেকে বাঁচতে ঘুমানোর আগে মশারি টাঙানোর বিকল্প নেই। নাগরিকদের সচেতনতা সবচেয়ে জরুরি। পৌর প্রশাসক জান্নাত জানান, প্রতিবছর এই সময়ে মশার উপদ্রব বৃদ্ধি পেয়ে থাকে। এই অবস্থায় পৌর শহরের উপজেলা পরিষদ, হাসপাতাল, বাজারসহ গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করা হয়।পৌর প্রশাসক আরও জানান, এসব চিহ্নিত স্থানে মশার প্রজনন স্থলগুলো ধ্বংস করার লক্ষ্যে আজ থেকে ফগার মে

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে চলছে মশা নিধন অভিযান

ময়মনসিংহের হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে লার্ভিসাইড স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। হালুয়াঘাট পৌরসভার উদ্যোগে মশার প্রজনন স্থলগুলো চিহ্নিত করে এই কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে স্প্রে করার মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত।

স্থানীয় ব্যবসায়ী দিলীপ দাস বলেন, বাজার এলাকায় মশার উপদ্রব এত বেড়ে গিয়েছিল যে দোকানে বসা কঠিন হয়ে পড়েছিল। এখন পৌরসভার লার্ভিসাইড স্প্রে করা হচ্ছে। এ অভিযান আরও বাড়ানো উচিত।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে ডা.প্রাণেশ চন্দ্র পন্ডিত বলেন, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করাই ডেঙ্গু প্রতিরোধের মূল উপায়।ডেঙ্গুরোগ থেকে বাঁচতে ঘুমানোর আগে মশারি টাঙানোর বিকল্প নেই। নাগরিকদের সচেতনতা সবচেয়ে জরুরি।

পৌর প্রশাসক জান্নাত জানান, প্রতিবছর এই সময়ে মশার উপদ্রব বৃদ্ধি পেয়ে থাকে। এই অবস্থায় পৌর শহরের উপজেলা পরিষদ, হাসপাতাল, বাজারসহ গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করা হয়।পৌর প্রশাসক আরও জানান, এসব চিহ্নিত স্থানে মশার প্রজনন স্থলগুলো ধ্বংস করার লক্ষ্যে আজ থেকে ফগার মেশিনের মাধ্যমে লার্ভিসাইড স্প্রে করা হচ্ছে। মশার উপদ্রব না কমা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow