ঘরোয়া ফুটবলে একমাত্র শিরোপা জয়ের সুযোগ ধরে রাখলো ম্যানচেস্টার সিটি। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে তারা বোর্নমাউথকে হারিয়েছে ২-১ গোলে। সমতাসূচক গোল করা আর্লিং হাল্যান্ডের ইনজুরিতে মলিন হয়ে গেছে সিটির সেমিফাইনালে ওঠার আনন্দ। তার বদলি ওমর মারমৌশের গোলে টানা সপ্তমবার প্রতিযোগিতার সেমিফাইনালে তারা।
বোর্নমাউথ রাইটব্যাক লুইস কুক গায়ের ওপর পড়ে গেলে গোড়ালিতে ব্যথা পান হাল্যান্ড। ৫৬তম মিনিটে পাওয়া এই চোটে... বিস্তারিত