হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টা, রিমান্ডে দুই আসামি

3 weeks ago 18

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে ট্রাকের ধাক্কার ঘটনায় করা মামলার দুই আসামিকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। 

বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আদালতে হাজির করে পুলিশ দুই আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ট্রাকচালক ও হেলপারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন, ট্রাকচালক মুজিবুর রহমান (৪০) ও তার ছেলে ট্রাকের হেলপার মো. রিফাত মিয়া (১৮)। তারা দুজনেই ময়মনসিংহের ত্রিশাল এলাকার বাসিন্দা।

Read Entire Article