চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িতে ট্রাকের ধাক্কার পর এবার ঢাকায় হাসনাতের গাড়িতে ধাক্কা দিয়েছে অন্য একটি গাড়ি। ঘটনা দুটি নিয়ে বেশ উদ্বিগ্ন নেটদুনিয়া। সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রতিবাদ জানিয়ে নিরাপত্তা চেয়ে স্টাটাস দিয়েছেন অনেকেই।
রায়হান আহমেদ তামিম লিখেছেন, ‘ইন্না-লিল্লাহ! শহীদ সাইফুল ভাইয়ের জানাজা শেষে ফেরার পথে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর গাড়িতে চাপা দিয়ে হত্যাচেষ্টা। দুইজনই সুস্থ আছেন, গুরুতর কিছু হয়নি।’
মুহাম্মদ মুমিনুল হক লিখেছেন, ‘২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার হাসনাত আবদুল্লাহকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা।’
আহমেদ ফারাবী লিখেছেন, ‘এ দেশে আগুনে পুড়িয়ে ফেলা আর রোড অ্যাক্সিডেন্টে মেরে ফেলা এক প্রকার বৈধ!’
ইমু চৌধুরী লিখেছেন, ‘পর পর দুর্ঘটনার বিষয়টি পরিকল্পিত বলে সন্দেহ হাসনাত আব্দুল্লাহর। আমারও ঐডাই মনে হয়...।’
সৈয়দ আল হাসান শিমুল লিখেছেন, ‘আবারও হাসনাতের গাড়িকে পেছন থেকে ধাক্কা মারা হয়েছে...।’
রফিক মজুমদার লিখেছেন, ‘২৪-এর বীরদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। নো এক্সকিউজ। দ্রুত কার্যকর ও টেকসই ব্যবস্থা নিন।’
এসইউ/জেআইএম