কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলা সদরের খানাখন্দ ও ভাঙাচোরা সেই সড়ক পরিদর্শন করেছেন সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা। রোববার (১৯ অক্টোবর) দুপুরে ভাঙা ও খানাখন্দে ভরা সড়ক পরিদর্শন করেন তিনি।
এসময় সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মো. নাজমুল হাসানসহ অন্যান্য নেতারা ছিলেন।
প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, আমরা আগামী ১৫ নভেম্বরের মধ্যেই দেবিদ্বার অংশের বারেরা (ফুলগাছ তলা) থেকে নিউমার্কেট এলাকায় ৫ কোটি টাকা প্রাক্কলন ব্যয় ধরে ২৪ ফুট প্রশস্ত ২৫২ মিটার সড়কের ঢালাইয়ের কাজ ধরবো। এরইমধ্যে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি, কংশনগর, বারেরা (ফুলগাছতলা), দেবিদ্বার নিউমার্কেট, ভিংলাবাড়ি এলাকার ৫টি স্থানের জন্য ১০ কোটি টাকা প্রাক্কলন ব্যয় ধরে সড়ক সংস্কারে ৫ ভাগে টেন্ডার আহ্বান করা হয়েছে। এর মধ্যে বারেরা (ফুলগাছতলা) এবং নিউমার্কেট এলাকার জন্য ৫ কোটি টাকা, অন্যান্য স্থানের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, গত ১৪ অক্টোবর টেন্ডার ড্রপিং-এ কংশনগর এলাকা সংস্কারে (২০৪ মিটার সড়ক ঢালাইয়ে ৩ কোটি টাকা বরাদ্দে) ঠিকাদার পাওয়া গেছে। দেবিদ্বার অংশের জন্য কোনো ঠিকাদার আবেদন করেনি। তাই আরও একবার টেন্ডার ড্রপিংয়ে সময় দিতে হবে। যাতে আমরা আগামী ১৫ নভেম্বরের মধ্যে কাজ ধরতে পারি।
আরও পড়ুন-
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অস্ত্র নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪
কুমিল্লা বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই লিখে ফেলবো
তারেক রহমানের সাক্ষাৎকার রাষ্ট্রচিন্তার নতুন দ্বার: মনিরুল হক
গত ৬ অক্টোবর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানের মধ্যে হওয়া কথোপকথনের একটি ২ মিনিট ৩ সেকেন্ডের অডিও ক্লিপ গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে হাসনাত আবদুল্লাহকে বলতে শোনা যায়- ‘অক্টোবরের ২০ তারিখের মধ্যে যদি আপনারা দেবিদ্বার নিউমার্কেট এলাকার রাস্তার কাজ না ধরেন, তাহলে দুপুর ২টার পর থেকে ওই রাস্তা দিয়ে একটি গাড়িও চলতে দেওয়া হবে না। এমনকি ওই রাস্তায় ধান ও মাছ চাষ করা হবে।’
জবাবে সওজ’র কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘আমাদের সময় দিতে হবে।’
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যেহেতু সওজ’র কুমিল্লা নির্বাহী প্রকৌশলী ১৫ নভেম্বর পর্যন্ত সময় চেয়েছেন, সেহেতু আমরা আজ রোববার রাতে বসে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাবো।’
জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস