হাসপাতাল ছেড়েছেন ফখরুল, থাকবেন কূটনীতিকদের ইফতারে

4 hours ago 9

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে গুলশানের ইউনাইটেড হাসপাতাল ত্যাগ করেন তিনি। বিকেলে দলের পক্ষ থেকে আয়োজিত রাজধানী ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতারে যোগ দেবেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

গত ১ মার্চ অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল। হাসপাতালের কার্ডিওলজি কনসালট্যান্ট অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

কেএইচ/বিএ/জিকেএস

Read Entire Article