হাসপাতাল থেকে কারাগারে সাবেক এমপি লতিফ

1 month ago 29

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের কারাবন্দি সাবেক সংসদ সদস্য এমএ লতিফকে (৬৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগ থেকে কারাগারে নেওয়া হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে সাবেক সংসদ সদস্য এমএ লতিফকে চমেক হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগে নেওয়া হয়েছিল।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন খান কালবেলাকে বলেন, সকালে ফলোআপ চেকআপে সাবেক এমপি লতিফকে মেডিকেল আনা হয়েছিল। তার মেজর কোনো সমস্যা পাওয়া যায়নি। আউটডোরে রুটিন চেকআপ শেষে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ হাসান জুয়েল কালবেলাকে জানান, আজ বেলা ১১টার দিকে সাবেক সংসদ সদস্য এমএ লতিফকে চমেক হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগে নেওয়া হয়েছিল। নিয়মিত তাকে থেরাপি দিতে হয়। বিকাল ৩টার দিকে তাকে থেরাপি শেষে কারাগারে নেওয়া হয়েছে।

গত বছরের ৮ অক্টোবর কেন্দ্রীয় কারাগারের ডিভিশন ওয়ার্ডে শৌচাগারে পড়ে গিয়ে মাথায় ব্যথা পান এমএ লতিফ। এরপর তিনি দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে থেকে চিকিৎসা নিয়েছিলেন।

Read Entire Article