হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সংগীতশিল্পী হায়দার হোসেন

3 months ago 29

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার হায়দার হোসেন। হৃদযন্ত্রের জটিলতা নিয়ে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে ভর্তি হয়েছিলেন তিনি। তিন দিন চিকিৎসা নিয়ে আজ (২৬ জুন) বুধবার সকাল ১০টায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন এই গায়ক।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি এখন মেয়ের বাসায় আছি। আমি সুস্থ আছি। সবার কাছে দোয়া চাই।’

হায়দার হোসেন জানান, তার হৃদ্‌যন্ত্রে একটি রিং (করোনারি স্টেন্ট) পরানো হয়েছে। কয়েক বছর ধরেই তিনি হৃদ্‌যন্ত্রের জটিলতায় ভুগছেন। এর আগে আরও চারটি রিং পরানো হয়েছে।

জীবনমুখী গান গেয়ে শ্রোতামহলে বেশ জনপ্রিয়তা পান সংগীতশিল্পী হায়দার হোসেন। তার গানে আলোচনা-সমালোচনা দুটোই থাকে। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর তালিকায় আছে- ‘আমি ফাইসা গেছি’, ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ ইত্যাদি।

এমআই/জিকেএস

Read Entire Article