হাসপাতাল থেকে লাইভে মেঘমল্লার বসু, দিলেন বার্তা

2 hours ago 1
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাসপাতালে লাইভে এসেছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। অপারেশনজনিত কারণে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। লাইভে তিনি নির্বাচন নিয়েও বার্তা দিয়েছেন।  শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে আসেন তিনি। এ সময় নিজের শারীরিক অবস্থা ও নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে কথা বলেন।  মেঘমল্লার বসু বলেন, অ্যাপেন্ডিক্স খুব গুরুত্বপূর্ণ না হলেও আমার সার্জারিটা একটু জটিল ছিল, পেট কেটে করতে হয়েছে। আমার অনুপস্থিতির কারণে প্যানেল, সমর্থক ও শুভানুধ্যায়ীদের কাছে ক্ষমা চাইছি। অসুস্থতার জন্য যেভাবে কাজ করার দরকার সেভাবে করতে পারিনি। তিনি জানান, আগামী ৭ বা ৮ সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারি। ৯ সেপ্টেম্বর সারাদিন আপনাদের সঙ্গে থাকব। জগন্নাথ হলের শিক্ষার্থীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তারা দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করেছেন।  বসু বলেন, জিতি বা না জিতি, আমার পাওয়া প্রতিটি ভোট হবে আমার জন্য ম্যান্ডেট। আমি জানি, অনেকেই আমাদের ওপর আস্থা রেখেছেন। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেঘমল্লার বলেন, আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, তবে ভোট দিন। যারা ভোট দিতে আসবেন, তারা প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে বড় একটি বার্তা দেবেন। ৩০ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করলে প্রতিক্রিয়াশীলদের আর জয়ের কোনো সুযোগ থাকবে না। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় হঠাৎ তীব্র অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নিয়ে মেঘমল্লার বসু হাসপাতালে ভর্তি হন। রাতেই তার অ্যাপেন্ডিক্স অপসারণের অস্ত্রোপচার করা হয়।
Read Entire Article