হাসপাতালে উস্তাদ জাকির হুসেন

2 weeks ago 18

ভারতীয় তবলাশিল্পী ওস্তাদ জাকির হুসেনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ রোববার যু্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। জানা গেছে গুরুতর অসুস্থ তিনি। পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।

জাকির হুসেনের পরিবার সংবাদমাধ্যমকে তার অসুস্থতার খবর জানিয়েছেন। এক বিবৃতিতে তারা জানান, ‘তবলাশিল্পী সঙ্গীতজ্ঞ ওস্তাদ জাকির হুসেন অসুস্থ। গুরুতর অবস্থায় তাকে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছে শিল্পীর পরিবার।’

ওস্তাদ আল্লা রাখার ছেলে ওস্তাদ জাকির হোসেনের জন্ম ১৯৫১ সালে ভারতের মুম্বইতে। তিন বছর বয়স থেকে তবলার সঙ্গে সখ্য গড়ে ওঠে তার। সাত বছর বয়সে একা মঞ্চে তবলা পরিবেশন করেন। সংগীতে অবদানের জন্য ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। চলতি বছর বিশ্বসংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি লাভ করেন তিনি।

jagonews24

মূলত ৬৬তম গ্র্যামিতে ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ শাখায় ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’ লাভ করে গ্র্যামি। বর্তমানে ‘শক্তি’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন। তবলাশিল্পী হিসাবে দলটিতে আছেন জাকির হুসেন। দলে বেহালা বাজান গণেশ রাজাগোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ, গিটারে জন ম্যাকলকলিন। ২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। ২০১৫ সালে বেঙ্গলের আয়োজনে শাস্ত্রীয়সংগীত উৎসবে ঢাকার আর্মি স্টেডিয়ামে তবলায় যন্ত্রসংগীত পরিবেশন করেন ওস্তাদ জাকির হোসেন।

আরএমডি/জেআইএম

Read Entire Article