হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, সেই ২ আনসার সদস্য কারাগারে

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দুই আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সজীব চৌধুরী এ আদেশ দেন। কোট ইন্সপেক্টর আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন—কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আওতিয়াপাড়া গ্রামের আবু সাঈদ (২৫) এবং টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ফলদা পূর্বপাড়া গ্রামের শাহাদাত হোসেন (২৯)। তারা মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। জেলা আনসার কমান্ড্যান্ট মো. কামরুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনা প্রাথমিকভাবে সত্যতা পাওয়ার পরপরই ওই দুই আনসার সদস্যকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। তারা যে ঘটনাটি ঘটিয়েছে খুবই ন্যক্কারজনক এবং অমানবিক। তবে ব্যক্তির দোষ কখনই বাহিনী নিবে না। এ ঘটনায় দুই সদস্য বিশিষ্ট এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে সদর থানার পরিদর্শক মিনহাজ উদ্দিন বলেন, দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে নিয়ে আসা হবে। প্রসঙ্

হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, সেই ২ আনসার সদস্য কারাগারে

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দুই আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সজীব চৌধুরী এ আদেশ দেন। কোট ইন্সপেক্টর আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন—কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আওতিয়াপাড়া গ্রামের আবু সাঈদ (২৫) এবং টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ফলদা পূর্বপাড়া গ্রামের শাহাদাত হোসেন (২৯)। তারা মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

জেলা আনসার কমান্ড্যান্ট মো. কামরুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনা প্রাথমিকভাবে সত্যতা পাওয়ার পরপরই ওই দুই আনসার সদস্যকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। তারা যে ঘটনাটি ঘটিয়েছে খুবই ন্যক্কারজনক এবং অমানবিক। তবে ব্যক্তির দোষ কখনই বাহিনী নিবে না। এ ঘটনায় দুই সদস্য বিশিষ্ট এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার পরিদর্শক মিনহাজ উদ্দিন বলেন, দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে নিয়ে আসা হবে।

প্রসঙ্গত, গত রোববার (১১ জানুয়ারি) রাতে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আশ্রয় নেওয়া এক গৃহবধূকে দুই আনসার সদস্যের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ উঠে। পরে সোমবার দিবাগত রাতে গৃহবধূর মা নারগিছ বেগম বাদি হয়ে ওই দুই অনসার সদস্যের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow