হাসপাতালে ভর্তি কারাবন্দি ইঞ্জিনিয়ার মোশাররফ

2 hours ago 5

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে পাঠানো হয়। নিয়মিত চেকআপের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন।

তিনি বলেন, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফকে চেকআপের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। তার পরীক্ষা-নিরীক্ষার জন্য মূলত পাঠিয়েছি। প্রতিদিনই আমাদের এখান থেকে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগী হাসপাতালে যায়। এটি নিয়মিত ঘটনা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন খান বলেন, আমি তো এখনো রিপোর্ট পাইনি। বিষয়টা জানি না।

Read Entire Article