অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
ড. ফরহাদ আরও বলেন, এএফ হাসান আরিফ একজন অভিজ্ঞ ও বিশিষ্ট আইনজীবী হিসেবে সর্বমহলে পরিচিত মুখ ছিলেন। তার মৃত্যুতে দেশের গণতন্ত্রে উত্তরণের পথে এক অপূরণীয় ক্ষতি হলো।
শোকবার্তায় তিনি মরহুম এএফ হাসান আরিফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।