হাসারাঙ্গার লড়াই টপকে পাকিস্তানের রোমাঞ্চকর জয়

4 hours ago 9

রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার রাতের ঠান্ডা বাতাসে গরম উত্তেজনা ছড়াল পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে। শেষ ওভার পর্যন্ত রোমাঞ্চ টেনে রাখা এই ম্যাচে শেষ পর্যন্ত ছয় রানের জয় নিয়ে এগিয়ে গেল স্বাগতিকরা। সালমান আলি আগার দুর্দান্ত সেঞ্চুরি আর হারিস রউফের চার উইকেটে ভর করে সিরিজের প্রথম ম্যাচ জিতল পাকিস্তান।

লক্ষ্য ছিল ৩০০ রান—আধুনিক ওয়ানডে ক্রিকেটে অসম্ভব নয়, কিন্তু পাকিস্তানি পেস ও স্পিন মিশ্রণে সাজানো আক্রমণের সামনে শেষ পর্যন্ত থেমে গেল শ্রীলঙ্কা ২৯৩ রানে। এক প্রান্তে দাঁড়িয়ে লড়াই করেছেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৫২ বলে ৫৯ রানের ইনিংসে একাধিকবার পাকিস্তানকে চাপে ফেলেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত নাসিম শাহর বলে আউট হয়ে তার বিদায়ে মিলল পাকিস্তানের স্বস্তির নিঃশ্বাস।

হাসারাঙ্গা ছাড়াও সাদীরা সমরাবিক্রমা (৩৯), নবাগত কামিল মিশারা (৩৮) ও অধিনায়ক চরিথ আসালঙ্কা (৩২) গুরুত্বপূর্ণ অবদান রাখলেও জয়ের জন্য যথেষ্ট হয়নি। পাকিস্তানের হয়ে হারিস রউফ ১০ ওভারে ৪৯ রানে চার উইকেট তুলে নেন, ফাহিম আশরাফ ও নাসিম শাহ পান দুটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ২৯৯ রান তোলে পাকিস্তান। ইনিংসের শুরুটা ছিল বেশ নড়বড়ে—সাইম আইয়ুব (৬) ফিরেছেন দ্রুতই। এরপর বাবর আজম ও ফখর জামান কিছুটা সামাল দিলেও হাসারাঙ্গার ঘূর্ণিতে হঠাৎই ভেঙে পড়ে পাকিস্তানের শীর্ষক্রম। তিন ওভারে ফখর, রিজওয়ান ও বাবর—সবাইকে ফিরিয়ে দেন এই লঙ্কান স্পিনার।

৯৫ রানে ৪ উইকেট হারিয়ে যখন বিপাকে পাকিস্তান, তখন আগা সালমান ও তালাত মিলে পাল্টে দেন ছবিটা। পঞ্চম উইকেটে তাদের ১৩৮ রানের জুটি দলকে ফিরিয়ে আনে প্রতিযোগিতায়। তালাত ৬৩ বলে ৬২ রানে থামলেও আগা শেষ পর্যন্ত অপরাজিত থেকে সাজান নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস—৮৭ বলে ১০৫ রান, ৯টি চার সমৃদ্ধ।

শেষ দিকে মোহাম্মদ নবাজের ঝড়ো ২৩ বলে ৩৬ রানের ইনিংস পাকিস্তানের স্কোরকে ঠেলে দেয় প্রায় ৩০০-তে।

শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গা ১০ ওভারে ৫৪ রানে ৩ উইকেট নেন, থিকশানা ও ফার্নান্দো পান একটি করে উইকেট।

Read Entire Article