হাসিনা কথা শুনলে পালাতে হতো না : আবদুস সালাম

2 days ago 5

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, শেখ হাসিনা অনেক ক্ষমতা দেখিয়েছেন। কিন্তু হাসিনা কি এখন আছেন? আমরা বার বার বলেছি- ক্ষমতার মালিক আল্লাহ, আপনি (শেখ হাসিনা) ক্ষমতার বড়াই করবেন না। গানে আছে, এক মুহূর্তের নেই ভরসা। কিন্তু উনি আমাদের কথা শোনেননি। যদি শুনতেন, তাহলে এক শাড়িতে পালাতে হতো না।

মঙ্গলবার (১৯ নভেম্বর) নওগাঁর নিয়ামতপুর হেলিপ্যাডে অনুষ্ঠিত উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, বিএনপি সব সময় জনগণের জন্য রাজনীতি করেছে। গত ১৭/১৮ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে বাড়ি-ঘর ছাড়া করেছে আওয়ামী লীগ। অনেক নেতাকর্মীকে হত্যা করেছে, অনেককে গুম করেছে। কিন্তু বিএনপিকে দমানো যায়নি।

নিয়ামতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। এতে বিশেষ অতিথি  ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রকৌশলী খালেদ হাসান চৌধুরী পাহিন, কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান, সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ।

Read Entire Article