হাসিনা চলে যাওয়ায় ভারতের স্বপ্ন ভেঙে গেছে : ইয়াছিন

17 hours ago 2

বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন-উর রশিদ ইয়াছিন বলেছেন, শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন। বাংলাদেশের মানুষ তাকে খেদিয়ে দিয়েছে। ভারতের এত জ্বলে তার কারণ একটাই, শেখ হাসিনা থাকা কালে যা ইচ্ছা তা চুক্তি করে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য করার স্বপ্ন দেখছিল ভারত। শেখ হাসিনা চলে যাওয়ার পর তাদের সে স্বপ্ন ভেঙে গেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, ভারতে আমাদের পতাকা অসম্মান করা হয়েছে। এ ছাড়া আমাদের সহকারী হাইকমিশনে যে ন্যক্কারজনক হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি আরও বলেন, তারা বিভিন্নভাবে আমাদের উসকানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দুর্বল করতে চাচ্ছে। যারা এ চিন্তা করছেন, তাদের প্রতি আমার অনুরোধ, কোনো লাভ হবে না। আপনারাও স্বপ্ন দেখেছিলেন কেয়ামত পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবেন। আল্লাহর রহমতে জনগণের প্রতিবাদের মুখে নোটিশ না দিয়েই ফ্লাই করতে হয়েছে। একটা কথা জেনে রাখুন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা-সার্বভৌমত্বের বিষয়ে কোনো ছাড় দেবে না।

Read Entire Article