বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতি, অরাজকতা ও কুশিক্ষা দিয়ে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। শুধু দুর্নীতি ও হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্যই তারা এসব করেছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুরের নগরকান্দার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, যে ছাত্র সংগঠনটি নিষিদ্ধ করা হয়েছে সেই ছাত্রলীগ বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সে জায়গা থেকে শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে।
তিনি বলেন, সব দল, মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। কারণ আজ যারা শিক্ষার্থী, তারা আগামীদিনের ভবিষ্যৎ।
অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাহাবুব আলী মিঞার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল সুমন মুন্সী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, উপজেলা বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।