হাসিনাকে ফেরাতে করনীয় বিষয় পরিস্কার জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের কাছ থেকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে দেশের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয় যদি ভারত রাজি না হয়। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “আমরা কি করতে পারি বলুন? আমাদের করণীয় তেমন কিছু নেই। ভারতকে রাজি হতে হবে বা চাইতে হবে তাকে ফেরত দিতে। রাজি না হলে কিছু করার নেই। আমরা রাজি করানোর চেষ্টা করতে পারি।” পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, গত ১৫ বছরের তুলনায় র‍্যাবের কাজ এখন অনেক উন্নত হয়েছে এবং ডি জি এফ আইয়ের মতো সংস্থা সব দেশেই আছে। তাই জাতিসংঘের সুপারিশে এসব সংস্থা বিলুপ্ত করার সুযোগ নেই। তিনি জানান, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর শিগগিরই ঢাকায় ছোট সফরে আসবেন। এর আগে, ৫ ডিসেম্বর রংপুরে তিনি জানিয়েছিলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সরকার এখনও ইতিবাচক সাড়া দেয়নি। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে চলে যান এবং তখন থেকে সেখানে অবস্থান করছেন।

হাসিনাকে ফেরাতে করনীয় বিষয় পরিস্কার জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের কাছ থেকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে দেশের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয় যদি ভারত রাজি না হয়। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা কি করতে পারি বলুন? আমাদের করণীয় তেমন কিছু নেই। ভারতকে রাজি হতে হবে বা চাইতে হবে তাকে ফেরত দিতে। রাজি না হলে কিছু করার নেই। আমরা রাজি করানোর চেষ্টা করতে পারি।”

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, গত ১৫ বছরের তুলনায় র‍্যাবের কাজ এখন অনেক উন্নত হয়েছে এবং ডি জি এফ আইয়ের মতো সংস্থা সব দেশেই আছে। তাই জাতিসংঘের সুপারিশে এসব সংস্থা বিলুপ্ত করার সুযোগ নেই।

তিনি জানান, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর শিগগিরই ঢাকায় ছোট সফরে আসবেন।

এর আগে, ৫ ডিসেম্বর রংপুরে তিনি জানিয়েছিলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সরকার এখনও ইতিবাচক সাড়া দেয়নি। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে চলে যান এবং তখন থেকে সেখানে অবস্থান করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow