হাসিনার আমলে শিক্ষক নিয়োগে অনিয়মের তথ্য সংগ্রহ করবে ঢাবি সাদা দল

12 hours ago 2
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিগত ১৫ বছরে শেখ হাসিনার আমলে বৈষম্যের শিকার শিক্ষক এবং শিক্ষক নিয়োগে অনিয়ম দুর্নীতির তথ্য সংগ্রহে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।  কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের (আইবিএ) সাবেক পরিচালক অধ্যাপক ড. মো. মহিউদ্দিনকে। কমিটির অন্য দুই সদস্য হলেন-  উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এবং ইতিহাস বিভাগের অধ্যাপক এম এ কাউসার। মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) রাত ৮ টায় স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাদা দলের কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিগত ১৫ বছর (২০০৯-২০২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব সম্মানিত শিক্ষক নানাভাবে বৈষম্যের শিকার হয়েছেন এবং এসময় শিক্ষক নিয়োগে যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার একটি বিবরণ তৈরির জন্য নিম্নোক্তদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।  ১. আইবিএর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন (আহ্বায়ক),  ২. উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন (সদস্য),  ৩. ইতিহাস বিভাগের অধ্যাপক এম এ কাউসার (সদস্য)। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গঠিত এ কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের ইউনিটসমূহের আহ্বায়কদের সহযোগিতায় আগামী ১ মাসের মধ্যে একটি রিপোর্ট প্রস্তুত করে সাদা দল কেন্দ্রীয় কমিটিতে উপস্থাপন করবে। কেন্দ্রীয় কমিটি রিপোর্টটি চূড়ান্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাবে। সাদা দলের সমর্থক শিক্ষকসহ সংশ্লিষ্ট অন্যদের উক্ত কমিটিকে তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতার জন্য সাদা দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হল।
Read Entire Article