হাসিনার পক্ষে নিয়োগ দেওয়া আইনজীবী আমিনুল গণি টিটুকে প্রত্যাহার

2 months ago 6

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধ হওয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল গনি টিটুকে (স্টেট ডিফেন্স কাউন্সেল) নিযুক্ত করা হয়।

আজ বুধবার (২৫ জুন) ট্রাইব্যুনাল তাকে প্রত্যাহার করেছেন।

শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পাওয়ার পর তাকে নিয়ে নানা সমালোচনা তৈরি হয়।

আরও পড়ুন:

এদিকে, একই ট্রাইব্যুনালে ‘২২৭ হত্যার লাইসেন্স পেয়েছি’ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এফএইচ/এসএনআর/এমএস

Read Entire Article