‘হাসিনার পর এবার কিছু বালকদের হাত থেকেও দেশ রক্ষা করতে হবে’

শেখ হাসিনার হাত থেকে দেশ পরিত্রাণ পেয়েছে। তবে একই সঙ্গে কিছু অর্বাচীন বালকদের হাত থেকেও দেশকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনের আনন্দ ভবনে বায়রা ও হাব নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, “কিছু ছেলে আঙুল ফুলে কলাগাছ হয়ে লম্বা লম্বা কথা বলছে। ঘুম থেকে উঠে আল্লাহর নাম না নিলেও তারা আমার নাম নেয়। আরে ভাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, প্রশংসা করো।” ঢাকা-৮ আসন প্রসঙ্গে তিনি বলেন, “ওরা এমন কিছু করতে চাচ্ছে, যার কারণে সারাদেশের ভোট বন্ধ হয়ে যেতে পারে। তারপরও আমরা ধৈর্য ধরে আছি, সহ্য করে যাচ্ছি। কিন্তু এই ধৈর্যের বাঁধ ভাঙবে না—এমন নয়। বিএনপি একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়।” নির্বাচন নিয়ে বক্তব্য দিতে গিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, “এই নির্বাচন কেউ দান করেনি। কেউ কেউ দাবি করছে ৫ আগস্ট সবকিছু করে ফেলেছে। অথচ গত ১৭ বছরে আমরা কী পরিমাণ ত্যাগ স্বীকার করেছি, তা সবাই জানে। শেখ হাসিনা পালানোর পর আমাদের যে অবস্থায় থাকার কথা ছিল, বাস্তবে আমরা সেই অবস্থায় নেই। কোনো স্বার্থে মির্জা আব্

‘হাসিনার পর এবার কিছু বালকদের হাত থেকেও দেশ রক্ষা করতে হবে’

শেখ হাসিনার হাত থেকে দেশ পরিত্রাণ পেয়েছে। তবে একই সঙ্গে কিছু অর্বাচীন বালকদের হাত থেকেও দেশকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনের আনন্দ ভবনে বায়রা ও হাব নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, “কিছু ছেলে আঙুল ফুলে কলাগাছ হয়ে লম্বা লম্বা কথা বলছে। ঘুম থেকে উঠে আল্লাহর নাম না নিলেও তারা আমার নাম নেয়। আরে ভাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, প্রশংসা করো।”

ঢাকা-৮ আসন প্রসঙ্গে তিনি বলেন, “ওরা এমন কিছু করতে চাচ্ছে, যার কারণে সারাদেশের ভোট বন্ধ হয়ে যেতে পারে। তারপরও আমরা ধৈর্য ধরে আছি, সহ্য করে যাচ্ছি। কিন্তু এই ধৈর্যের বাঁধ ভাঙবে না—এমন নয়। বিএনপি একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়।”

নির্বাচন নিয়ে বক্তব্য দিতে গিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, “এই নির্বাচন কেউ দান করেনি। কেউ কেউ দাবি করছে ৫ আগস্ট সবকিছু করে ফেলেছে। অথচ গত ১৭ বছরে আমরা কী পরিমাণ ত্যাগ স্বীকার করেছি, তা সবাই জানে। শেখ হাসিনা পালানোর পর আমাদের যে অবস্থায় থাকার কথা ছিল, বাস্তবে আমরা সেই অবস্থায় নেই। কোনো স্বার্থে মির্জা আব্বাসকে কেউ এক কাপ চা পর্যন্ত খাওয়াতে পারেনি।”

একটি দল ৪০ লাখ বোরকা অর্ডার করেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এর পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে বলেই তারা মনে করেন।

এসময় নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্ব হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। মির্জা আব্বাস বলেন, “ভোটের পর যদি ১২ ঘণ্টার বেশি সময় ফল প্রকাশে দেরি হয়, তাহলে সেটা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে ভোটের আগেই আন্দোলন গড়ে তোলা হবে। কেন্দ্রভিত্তিক ফল ঘোষণার আগে কোনো পোলিং এজেন্ট কেন্দ্র ছাড়বে না।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow