হায়দরাবাদের ২০১ রানের বিশাল লক্ষ্য দিল কেকেআর

18 hours ago 12

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারের উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে কলকাতা নাইট রাইডার্স। ১৬ রানেই হারিয়ে বসে ২ উইকেট। এই বিপর্যয় কাটাতে দায়িত্ব নেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। তার সঙ্গী হন অংক্রিশ রঘুবানসি। এ দু’জনের ৮১ রানের দারুণ এক জুটিতে বিপর্যয় কাটিয়ে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২০০ রানের বিশাল স্কোর গড়ে তোলে কলকাতা নাইট রাইডার্স।

যদিও সানরাইজার্স হায়দরাবাদের যে ব্যাটিং লাইনআপ, তাতে এই ২০০ রান হয়তো মামুলি হতে পারে তাদের জন্য। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলাররা খুব বেশি বিধ্বংসী। তবে হায়দরাবাদের দর্শকদের জন্য দুঃসংবাদ হলো, ৪ রান করে আউট হয়ে গেলেন ট্রাভিস হেড।

কলকাতার ইডেন গার্ডেনে টস জিতেছিলেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। তিনি ব্যাট করার আমন্ত্রন জানান স্বাগতিক কেকেআরকে। কিন্তু ব্যাট করতে নেমে দুই ওপেনার কুইন্টন ডি কক ১ রানে এবং সুনিল নারিন আউট হয়ে যান ৭ রান করে। এরপর ২৭ বলে ৩৮ রান করেন আজিঙ্কা রাহানে।

অংক্রিস রঘুবানসি ৩২ বলে করেন ৫০ রান। ভেঙ্কটেশ আয়ার ২৯ বলে করেন ৬০ রান। ৭টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মরেন তিনি। রিঙ্কু সিং ১৭ বলে অপরাজিত থাকেন ৩২ রান করে।

আইএইচএস/

Read Entire Article