হিনা খানের কণ্ঠে কৃতজ্ঞতার সুর

20 hours ago 4

চুল যা একসময় ছিল তার পরিচয়ের অংশ, আজ সেটাই অন্যের দানে ফিরে পেয়েছেন তিনি। স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। কেমোথেরাপির দুঃসহ পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হওয়ার আগেই সাহস করে নিজেই কেটে ফেলেছিলেন নিজের চুল। তারপর থেকে পরচুলা পরেই ক্যামেরার সামনে হাজির হচ্ছেন তিনি। কিন্তু সম্প্রতি এক রিয়্যালিটি শোর মঞ্চে ঘটল এমন এক মুহূর্ত, যা কাঁদালো সকলকে।

বর্তমানে ‘পতি পত্নী অর পাঙ্গা’ নামের একটি রিয়্যালিটি শোয়ে অংশ নিচ্ছেন হিনা। সেই অনুষ্ঠানের এক খেলায় চুল কাটার প্রসঙ্গ উঠতেই আবেগে ভেঙে পড়েন তিনি। খেলার নিয়ম অনুযায়ী প্রতিযোগী রুবিনা দিলায়েককে দর্শকদের মধ্যে থেকে কাউকে রাজি করাতে হয় নিজের চুল দান করতে, যা পরচুলা তৈরিতে কাজে লাগে ক্যানসার আক্রান্তদের জন্য। সেসময় এক তরুণী দর্শক এগিয়ে এসে চুল কেটে দেন।

এই দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারেননি হিনা। কেঁদে ফেলেন মঞ্চেই। চোখের জল লুকোতে পারেননি সঞ্চালিকা সোনালি বেন্দ্রেও, যিনি নিজেও একসময় ছিলেন ক্যানসার যোদ্ধা। 

অনুষ্ঠানে হিনা সেই তরুণী দর্শককে কাঁপা গলায় বলেন, ‘প্রতিদিন আমি পরচুলা পরি। তুমি জানো না, কী উপকার করলে। আমার এই চুলটাও অন্য কারও দান।

এরপর নিজেকে সামলে নিয়ে হিনা মৃদু হেসে বলেন, ‘আসলে তোমার চুলের থেকেও সুন্দর তোমার এই মনটা।’

Read Entire Article