হিন্দুদের পাশে থাকবে বিএনপি : প্রিন্স
ময়মনসিংহ-১ আসনে (হালুয়াঘাট-ধোবাউড়া) বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি একটি সার্বজনীন রাজনৈতিক দল। বিএনপি সব ধর্মের মূল্যবোধের প্রতি সম্মান জানায় এবং ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের জনগণের পাশে থাকবে। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে হালুয়াঘাট পৌর শহরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক নারী-পুরুষের বিএনপিতে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হারেন ভট্টাচার্যের সভাপতিত্বে ও উত্তম কুমার বাবুলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে শিক্ষক, ব্যবসায়ী, সাবেক ব্যাংকারসহ বিভিন্নর শ্রেণিপেশার দুই শতাধিক বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এমরান সালেহ প্রিন্স তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে উগ্রবাদী ও ফ্যাসিবাদী শক্তির কবর রচনা করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশের নবযাত্র
ময়মনসিংহ-১ আসনে (হালুয়াঘাট-ধোবাউড়া) বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি একটি সার্বজনীন রাজনৈতিক দল। বিএনপি সব ধর্মের মূল্যবোধের প্রতি সম্মান জানায় এবং ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের জনগণের পাশে থাকবে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে হালুয়াঘাট পৌর শহরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক নারী-পুরুষের বিএনপিতে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হারেন ভট্টাচার্যের সভাপতিত্বে ও উত্তম কুমার বাবুলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে শিক্ষক, ব্যবসায়ী, সাবেক ব্যাংকারসহ বিভিন্নর শ্রেণিপেশার দুই শতাধিক বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এমরান সালেহ প্রিন্স তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
এরপর প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে উগ্রবাদী ও ফ্যাসিবাদী শক্তির কবর রচনা করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশের নবযাত্রা শুরু হবে।
এ সময় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে প্রিন্স বলেন, গণতান্ত্রিক শাসনের অনুপস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগে এ ধরনের বর্বর ঘটনা ঘটছে। যারা এসব ঘটাচ্ছে তারা মানুষ নামের অমানুষ। তবে ভালুকায় যা ঘটেছে, তা প্রকৃত বাংলাদেশের চিত্র নয় বলেও মন্তব্য করেন তিনি।
ইসলামের নামে দেশকে বিভক্ত করতে জামায়াতে ইসলামী বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ করে প্রিন্স বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে ধর্মের নামে রাজনীতি করে কেউ দেশকে অস্থিতিশীল করতে না পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল ও সদস্য সচিব আনিসুর রহমান মানিক এবং পৌর বিএনপির আহ্বায়ক বিপ্লব মনিরুজ্জামান স্বাধীন প্রমুখ।
What's Your Reaction?