হিমালয়ে ধাতব পাত্রে আটকে গেল ভালুক শাবকের মাথা, অতপর...
বরফে ঢেকে থাকা পাহাড়ের বুক সাদা হয়ে আছে তুষারের আস্তরেণে। যতদূর চোখ যায় সুনসান নীরবতা, যেন কোথাও কেউ নেই। সমতল থেকে পাহাড়ের অনেক উপরে এমন বৈরী পরিবেশে এবার একদল সেনার মানবিকতার অনন্য এক দৃশ্য মন ছুঁয়ে গেল সবার।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটির প্রশংসা করে অনেকেই এটি তাদের ওয়ালে শেয়ার করেছেন, মন্তব্যের ঘরে জমা হয়েছে হাজারো ইতিবাচক কমেন্ট।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, ভারতীয় সেনারা বিপদে পড়া একটি প্রাণীকে বাঁচাতে নিজেদের জীবন তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়েছেন। ভিডিওটি ২০২৪ সালে ধারণ করা হলেও সম্প্রতি তা আবারও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
যেখানে দেখা গেছে, ভারতীয় সেনারা হিমালয়ের উঁচু এলাকায় আটকে পড়া এক হিমালয়ান ব্রাউন বেয়ার শাবককে উদ্ধার করেছে। ছোট্ট এই শাবকটির মাথা আটকে গিয়েছিল একটি চৌকোনা ধাতব পাত্রে।
সেনারা প্রথমে দড়ি ব্যবহার করে বেঁধে প্রাণীটিকে নিরাপদ স্থানে নিয়ে যান, এরপর তাদের ট্যাকটিক্যাল সরঞ্জাম ব্যবহার করে সাবধানে ধাতব পাত্রটি কেটে শাবটিকে মুক্ত করেন। এসময় তারা ভালোবেসে শাবকটির নাম দেন বাহাদুর, যার অর্থ সাহসী।
এই হৃদয়স্পর্শী ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ভারতীয় সেনাদের। অনেকেই লিখেছেন, দেশের সীমান্ত রক্ষা করা যেমন তাদের দায়িত্ব, তেমনই প্রতিটি প্রাণকে বাঁচানোতেও তারা সমান যত্নশীল। জানা যায়, হিমালয়ান ব্রাউন বেয়ার প্রজাতির ভালুক এখন ভারতে প্রায় বিলুপ্তির পথে, তাই এই উদ্ধার অভিযানের গুরুত্ব আরও বেড়ে গেছে, আর প্রশংসা পেয়েছে সবার।

1 day ago
10









English (US) ·