হিযবুত তাহরীরের শীর্ষ নেতা ঢাকার আদাবর থেকে গ্রেফতার

4 months ago 50

রাজধানীর আদাবর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ পলাতক জঙ্গি নেতা নাফিস সালাম উদয়কে (৪৭) গ্রেফতার করেছে র‌্যাব-২।

তার বিরুদ্ধে ৫টি সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া তিনি পুলিশের ওপর হামলার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

শনিবার (৮ জুন) র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এসব তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (৮ জুন) মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি নাফিস সালাম উদয়কে গ্রেফতার করা হয়। নাফিস সালাম উদয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ জঙ্গি এবং দাওয়াতি বিভাগের দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে জঙ্গি সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলেন।

আরও পড়ুন>

গ্রেফতার নাফিসকে জিজ্ঞাসাবাদের বরাতে এএসপি শিহাব করিম জানান, নাফিস ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন। তিনি অফলাইন ও অনলাইনের মাধ্যমে হিযবুত তাহরীরের গ্রুপ লিডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেন।

গ্রেফতার আসামিকে আদবর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

টিটি/এসআইটি/এএসএম

Read Entire Article