হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বেড়েছে। ফলে কমতে শুরু করেছে দাম। দুইদিনের ব্যবধানে হিলি বাজারে কেজিতে কাঁচা মরিচের দাম কমেছে ৪০ টাকা।
বন্দরের তথ্যানুযায়ী, শনিবার (১০ আগস্ট) ভারতীয় ২২ ট্রাকে ২০৬ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।
রোববার (১১ আগস্ট) হিলির খুচরা বাজার ঘুরে দেখা যায়, ক'দিন আগে কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ তা কেজিতে ৪০ টাকা কমে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে দেশীয় কাঁচা মরিচ দু একটা দোকানে দেখা গেলেও একই দামে বিক্রি হচ্ছে।
হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা শেখ বিপ্লব জানান, টানা কয়েক দিনের বৃষ্টির কারণে ক্ষেতে কাঁচা মরিচের ফুল নষ্ট হয়ে গেছে। এতে উৎপাদনও অনেক কম হচ্ছে। তাই মোকামে সরববাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। বর্তমানে দেশীয় কাঁচা মরিচ না পাওয়ায় আমদানি করা মরিচ বিক্রি করছি।
বাংলা হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক আছে। বাজার স্বাভাবিক রাখতে বন্দর দিয়ে অন্যান্য পণ্যসহ কাঁচা মরিচ আমদানি বাড়ানো হয়েছে। আমদানিকৃত কাঁচা মরিচ আশপাশের উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্নস্থানে যাচ্ছে। কয়েক দিনের মধ্যে দাম আরও কমবে বলে আশা করছি।
মো. মাহাবুর রহমান/এএইচ/জেআইএম