হিলির মেয়রের বাসায় আগুন, দুই যুবকের মরদেহ উদ্ধার

2 months ago 20

দিনাজপুরের হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্তর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর তার বাড়ি থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ১১টায় পুড়ে যাওয়া বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এর আগে এদিন বিকেলে আগুনের ঘটনা ঘটে। এসময় বাড়িতে মেয়র ও তার পরিবারের কেউ ছিলেন না।

নিহতদের মধ্যে একজনের নাম সূর্য (২০)। তিনি উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকার মজনুর রহমানের ছেলে। অপরজনের নাম নাঈম (২৩)। তিনি পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের বাসিন্দা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাকিমপুর ফায়ার সার্ভিসের লিডার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্বে থাকা মাহমুদুল হাসান বলেন, আগুনের খবর পেয়ে সন্ধ্যার দিকে হাকিমপুর শহরের ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করি। রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে পুড়ে যাওয়া দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

পরে সাবেক পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পীর উপস্থিতিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

মো. মাহাবুর রহমান/জেডএইচ/এমএস

Read Entire Article