হিসাব মহানিয়ন্ত্রকের নামে প্রতারণা, সতর্ক থাকার নির্দেশ

5 hours ago 4
হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় এবং এর অধীনে সব কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি সিজিএ এবং তার কার্যালয়ের কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন প্রলোভন দেখানো হচ্ছে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য বুধবার (২৭ আগস্ট) একটি সতর্কতা সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, কিছু অসাধু ব্যক্তি সিজিএ মহোদয় এবং তার কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তার নাম ব্যবহার করে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন নম্বর থেকে কল করে প্রলোভন দেখাচ্ছেন। সিজিএ মহোদয়ের নাম ও এডিট করা ছবি ব্যবহার করে সরাসরি ফোন এবং মেসেজের মাধ্যমে বিভিন্ন অসত্য তথ্য দিয়ে কথা বলা হচ্ছে। সার্কুলারে সবাইকে এ ধরনের কোনো যোগাযোগে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে সিজিএ মহোদয় কখনো অনিয়মিত বা ব্যক্তিগত কোনো কাজের জন্য কোনো কর্মকর্তা বা কর্মচারীকে ফোন কল করেন না। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস (সিএএফও), ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস (ডিসিএ), ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস (ডিএএফও) এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার (ইউএও) অফিসের সব কর্মীকে যেকোনো প্রলোভন এড়িয়ে চলতে এবং যথাযথ সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
Read Entire Article