হুমকি-ধমকি দিয়ে আর কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, হুমকি-ধমকি দিয়ে আর কেউ জনপ্রতিনিধি হতে পারবে না। জনগণের ভোট ছাড়া ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ কিংবা জাতীয় সংসদের কোনো পদে কেউ আর আসতে পারবে না। বুধবার (১৯ নভেম্বর) পটুয়াখালীর দশমিনায় গছানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন। সাবেক ডাকসু ভিপি বলেন, ‌‘সামনের জাতীয় নির্বাচন দেশের জন্য একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কোন পথে অগ্রসর হবে।’ বিগত ৫০ বছরের রাজনীতিকে ‘ধর, মার, খাও ও লুটপাটের রাজনীতি’ হিসেবে আখ্যায়িত করে নুর বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি পর্যন্ত অনেক জনপ্রতিনিধি উন্নয়নের নামে জনগণের সম্পদ লুটপাট করেছেন। সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ বাঁশবাড়িয়া ইউনিয়ন আহ্বায়ক মফিজুর রহমান মাহফুজ। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন শাখার সদস্য সচিব ইমরান হাওলাদার। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। নুরুল হক নুর পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এ আসনে বিএনপি প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত এখনো স্থগ

হুমকি-ধমকি দিয়ে আর কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, হুমকি-ধমকি দিয়ে আর কেউ জনপ্রতিনিধি হতে পারবে না। জনগণের ভোট ছাড়া ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ কিংবা জাতীয় সংসদের কোনো পদে কেউ আর আসতে পারবে না।

বুধবার (১৯ নভেম্বর) পটুয়াখালীর দশমিনায় গছানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

সাবেক ডাকসু ভিপি বলেন, ‌‘সামনের জাতীয় নির্বাচন দেশের জন্য একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কোন পথে অগ্রসর হবে।’

বিগত ৫০ বছরের রাজনীতিকে ‘ধর, মার, খাও ও লুটপাটের রাজনীতি’ হিসেবে আখ্যায়িত করে নুর বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি পর্যন্ত অনেক জনপ্রতিনিধি উন্নয়নের নামে জনগণের সম্পদ লুটপাট করেছেন।

সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ বাঁশবাড়িয়া ইউনিয়ন আহ্বায়ক মফিজুর রহমান মাহফুজ। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন শাখার সদস্য সচিব ইমরান হাওলাদার। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

নুরুল হক নুর পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এ আসনে বিএনপি প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত এখনো স্থগিত রয়েছে। স্থানীয় রাজনীতিতে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান মামুনকে।

মাহমুদ হাসান রায়হান/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow