শহর-গ্রামের শিশু-কিশোরদের কৃষির প্রতি আগ্রহী করে তুলতে চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষের ডাক’-এ আসছে নতুন সংযোজন-‘ছোটদের কৃষি’। শিশুরা বলছে, শৈশবেই কৃষির সাথে আত্মিক সংযোগ গড়ে উঠলে মাটির প্রতি ভালোবাসা আজীবন বেঁচে থাকবে। আর শিক্ষকদের প্রত্যাশা, এই আয়োজন শিশুদের গ্যাজেট আসক্তি কমিয়ে কৃষিবান্ধব ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলবে।
The post হৃদয়ে মাটি ও মানুষের ডাকের নতুন সংযোজন ‘ছোটদের কৃষি’ appeared first on চ্যানেল আই অনলাইন.