‘হেরাফেরি ৩’-এ থাকবেন না পরেশ রাওয়াল ওরফে ‘বাবু রাও’, এই খবর শোনার পর অনেকের মন খারাপ হয়েছিল। তবে এবার এলো তাদের জন্য সুখবর। চেনা চরিত্রেই ফিরতে চলেছেন পরেশ রাওয়াল। অর্থাৎ, ছবির তৃতীয় কিস্তিতে থাকছেন ‘বাবু রাও’। আর খবরটি নিজেই জানিয়েছেন অভিনেতা।
পরেশ রাওয়ালের এই ঘোষণাতে উৎফুল্ল তার ভক্তরা। এমনকি সমস্যার সমাধান হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন প্রযোজকেরাও।... বিস্তারিত