হৈমন্তী-পাবেলের নতুন গান সাড়া ফেলেছে

3 months ago 7

এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী হৈমন্তী রক্ষিত দাস ও জাহেদ পারভেজ পাবেল গেয়েছেন নতুন একটি গান। সম্প্রতি প্রকাশিত এ গানের নাম ‘কাড়িয়া নিলা ঘুম’। দ্বৈত কণ্ঠের গানটি প্রকাশের পর শ্রোতাদের মাঝে সাড়া জাগিয়েছে। ফোক রোমান্টিক ধাঁচের গানটি গতানুগতিকতার বাইরে গিয়ে শ্রোতাদের ভিন্ন স্বাদের বিনোদন দেয়।

মনসুর সানির কথা, সাজ্জাদের সুরে গানটির কম্পোজিশন করেছেন সংগীতের তরুণ তুর্কি প্রত্যয় খান। গানের কথা, সুর, কম্পোজিশন সবকিছুই এককথায় চমৎকার, দাবি হৈমন্তী এবং পাবেলের।

আইকে মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি ভিডিও আকারে দেখা যাচ্ছে। গানচিত্রটি নির্মাণ করছেন এম.এইচ মুন্না।

দেশীয় সংগীতে অন্যতম জনপ্রিয় গায়িকা হৈমন্তী রক্ষিত দাস। তার মিষ্টি কণ্ঠ দিয়ে তিনি জনপ্রিয়তার সিঁড়ি বেয়ে চলেছেন। অডিও, প্লেব্যাক কিংবা মঞ্চ সবখানেই তার সরব পদচারণা। বলা চলে আগামীতে সংগীতাঙ্গনে যারা নেতৃত্ব দেবেন তাদের মধ্যে হৈমন্তী অন্যতম। অপরদিকে জাহেদ পারভেজ পাবেলও বেশ কিছু জনপ্রিয় গান দিয়ে আলোচনায় এসেছেন।

গানটি প্রসঙ্গে হৈমন্তী বলেন, ‘খুব দরদ দিয়ে আমরা গানটি করেছি। গানের কথা, সুর এবং কম্পোজিশন সব কিছুই খুব যত্ন করে করা হয়েছে। শ্রোতা-দর্শকদের কাছ থেকে আমরা ইতিমধ্যে আশাতীত রেসপন্স পেয়েছি। আমি জোর দিয়ে বলতে পারি, গানটি শুনলে যে কারোরই ভালো লাগবে। ফোক ধাঁচের হলেও পিওর রোমান্টিক একটি গান। যে কারণে হৃদয় ছুঁয়ে যাবে খুব সহজে।’

হৈমন্তী আরো জানান, আগামীতে আমার সলো এবং ডুয়েট আরো কিছু গান আসছে। আশা করি খুব শিগগিরই তা প্রকাশ পাবে।

এলআইএ/জিকেএস

Read Entire Article