হোটেল-রেস্তোরাঁ খাতে বর্ধিত কর বাতিল করে ৫ শতাংশেই বহাল থাকার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এনবিআরের কর্মকর্তা বেলাল হোসেন চৌধুরী বিষয়টি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি অধ্যাদেশ জারি করে হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়িয়ে করা হয় ১৫ শতাংশ। তবে কর কমিয়ে আবারও ৫ শতাংশেই আনা হয়।
এর আগে ভ্যাট কমানোর অনুরোধ জানিয়ে এনবিআরকে চিঠি পাঠায় রেস্তোরাঁ মালিক সমিতি। চিঠির জবাবে এনবিআর জানিয়েছেন, মালিক সমিতির উল্লিখিত দিকগুলো গুরুত্বসহকারের বিবেচনা করে ভ্যাট পুনর্বিবেচনা করা হবে।